ভবিষ্যদ্বাণী করা সেই অক্টোপাস দিয়ে তৈরি হলো খাবার

মেরে ফেলা হল ভবিষ্যদ্বাণী করা সেই অক্টোপাসI সংগৃহীত ছবি 

ভবিষ্যদ্বাণী করা সেই অক্টোপাস দিয়ে তৈরি হলো খাবার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিশ্বকাপে জাপানের বিভিন্ন ম্যাচের ভবিষ্যদ্বাণী করা রাবিও নামের সেই অক্টোপাসটিকে মেরে খাবার তৈরি করা হয়েছে। জাপানের সব ম্যাচের ফলের নিখুঁত ভবিষ্যদ্বাণী করেছিল অক্টোপাসটি। তবে জাপান বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরে আর তাকে বাঁচিয়ে রাখার প্রয়োজন মনে করেনি জাপানিরা। সেটি দিয়ে তৈরি করা হয়েছে সাশিমি নামে জাপানের ঐতিহ্যবাহী খাদ্য।

অক্টোপাস রাবিও কলম্বিয়ার বিপক্ষে জাপানের জয় এবং সেনেগালের সঙ্গে ড্রয়ের সঠিক ভবিষ্যদ্বাণী করেছিল। কিমিও আবে নামে এক জেলে এই অক্টোপাসটি ধরেছিলেন। পরীক্ষামূলকভাবে অক্টোপাসটিকে ভবিষ্যদ্বাণী করার কাজে ব্যবহার করা হয়। ফলাফল মিলে যাওয়ায় সেটিকে আর না মেরে বাঁচিয়ে রাখা হয়।

জাপান বিশ্বকাপ থেকে বাড়ি ফিরে যাওয়ার পর অক্টোপাসটি দিয়ে খাবার তৈরি করা হয়। তবে কিমিওর মতে এটি আরও বেশি দামে বিক্রি করা যেত।

সম্পর্কিত খবর