সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশির মৃত্যু

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশির মৃত্যু

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশির মৃত্যু

মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব

সৌদি আরবের জেদ্দায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২জন।

স্থানীয় একটি সুত্র জানায়, বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে একটি মিনিবাসে করে ডিউটিতে যাচ্ছিলেন তারা। এ সময় বাসটির চাকা বিস্ফোরিত হয়ে পাশে ছিটকে পড়লে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুটির সাথে বাসটি ধাক্কা খায়।

এতে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটির চালক একজন পাকিস্তানি ছিলেন।  

-----------------------------------------------------------------
আরও পড়ুন :রাজধানীতে বাসচাপায় পাঠাওয়ের যাত্রী নিহত

-----------------------------------------------------------------

নিহতদের লাশ জেদ্দার কিং আব্দুল আজিজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহতদের মধ্যে ৪জনের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চট্টগ্রামের সৈয়দ হোসেন ও ইসরাফিল, মাগুরার মোহাম্মদপুর উপজেলার  শাহ আলম এবং নড়াইলের মনিরুল ইসলাম।

আহতদের মধ্যে দু'জনের পরিচয় নিশ্চিত করেছে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট। তারা হলেন- মাগুরা সদর উপজেলার মোঃ ইলাহী এবং হবিগঞ্জের শাহজাহান মিয়া।  

হতাহতের বিষয়টি নিশ্চিত করে জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) আমিনুল ইসলাম এবং ভাইস কনসাল জামিল হোসাইন বলেন, হতাহতদের শনাক্ত করতে কনস্যুলেটের ৩টি টিম ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল/অরিন)

সম্পর্কিত খবর