ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইমরান এইচ সরকার

ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে মিছিল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে ‘আপত্তিকর স্লোগান’ দেওয়ার অভিযোগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।  

একই সঙ্গে মামলার অপর আসামি গণজাগরণ মঞ্চের মিছিলে নেতৃত্ব দেওয়া সনাতন উল্লাসের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ ছামিদুল ইসলাম এ পরোয়ানা জারি করে আগামী ২৬ অক্টোবর অভিযোগ গঠন বিষয়ে ‍শুনানির জন্য দিন ধার্য করেছেন।

এদিন ইমরান এইচ সরকারের বিচারিক আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল।

কিন্তু,  তিনি হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এর আগে, দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির অভিযোগ এনে ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন।

সম্পর্কিত খবর