জাতীয় দৈনিকের ইতিহাসে প্রথম নারী সম্পাদক তাসমিমা হোসেন

দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন

জাতীয় দৈনিকের ইতিহাসে প্রথম নারী সম্পাদক তাসমিমা হোসেন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী খবরের কাগজ ‘দৈনিক ইত্তেফাক’-এর সম্পাদকের দায়িত্ব লাভ করলেন তাসমিমা হোসেন। বাংলাদেশে তিনিই প্রথম নারী হিসেবে কোনো জাতীয় দৈনিকের সম্পাদক হলেন।

২০১৪ সাল থেকে তফাজ্জল হোসেন মানিক মিয়া প্রতিষ্ঠিত পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

তাসমিমা হোসেন ১৯৮৮ সাল থেকে পাক্ষিক ম্যাগাজিন ‘অনন্যা’র প্রকাশক এবং সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

তার সুযোগ্য সম্পাদনায় ম্যাগাজিনটি জনপ্রিয়তা লাভ করে। এ ছাড়া তিনি ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ নামের বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান চেয়ারপারসন।

news24bd.tv
 
তাসমিমা হোসেন ১৯৫১ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৬ সালে পিরোজপুরের ভাণ্ডারিয়া-কাউখালি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

তিনি পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সহধর্মিণী।
 
ব্যক্তিগত জীবনে তাসমিমা হোসেন ৪ সন্তানের জননী। তার কনিষ্ঠা কন্যা আনুশে হোসেনও যুক্তরাষ্ট্রে সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত এবং জনপ্রিয় কলাম লেখক।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর