একযুগ পর সেমি ফাইনালে ফ্রান্স

একযুগ পর সেমি ফাইনালে ফ্রান্স

ক্রীড়া ডেস্ক

রাশিয়া বিশ্বকাপের শেষ আটের প্রথম ম্যাচে উরুগুয়েকে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করলো ফ্রান্স। লাতিন আমেরিকার দেশটির বিপক্ষে ২-০ গোলের জয়ে সবার আগে শেষ চারে পা রাখলো ১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

নিঝনী নভগোরদে আজ (৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়। বিরতির আগে রাফায়েল ভারানের পা থেকে আসে প্রথম গোল।

দ্বিতীয়ার্ধে গোল করে ফ্রান্সের সেমি ফাইনাল একরকম পাকা করে ফেলেন আঁতোয়া গ্রিজম্যান। ম্যাচের ৬১ মিনিটে  ডি বক্সের বাইরে থেকে জোরালো শট নেন গ্রিজম্যান। সেটা উরুগুইয়ান গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার হাত ফসকে বল জড়ায় জালে।  

শেষ পর্যন্ত গ্রিজম্যান-ভারানের গোলেই জয় নিয়ে রাশিয়া বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করে ফরাসিরা।

তারকা স্ট্রাইকার এমবাপ্পে এর আগের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ২ গোল পেলেও আজ কোনো গোল করতে পারেননি।  

ম্যাচে আক্রমণ পাল্টা আক্রমণ হলেও গোল পাচ্ছিল না দু’দলই। ফরাসিদের গোল পোস্টে পাঁচটি শট নিলেও গোল পাননি সুয়ারেজরা। কিন্তু গ্রিজম্যানের ফ্রি-কিক থেকে ভ্যারেনের অসাধারণ হেডে ফ্রান্স গোল পেয়ে যায়। বল দখলের লড়াইয়ে ফ্রান্স এগিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল উরুগুয়ে। ম্যাচের ৬১% বল পজেশন ছিল ফরাসিদের দখলে।  

নকাউট পর্বে পর্তুগালের বিপক্ষে জোড়া গোল করে উরুগুয়েকে কোয়ার্টারে তুলেছিলেন এডিনসন কাভানি। কিন্তু ইনজুরির কারণে ফ্রান্সের বিপক্ষে খেলতে পারেননি এই পিএসজি স্ট্রাইকার। কাভানির চোটের মাশুল বেশ ভালোভাবেই দিতে হলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে।  

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর