নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নেত্রকোনা প্রতিনিধি

 স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে নেত্রকোনায় স্বামী সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায় আরও ১ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা  ও দায়রা জজ আদালত। আজ রোববার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামীর উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামী সাইফুল বাংলা ইউনিয়নের ফরিদপুর গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে।

নেত্রকোনা জেলা জজ আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) সাইফুল আলম প্রদীপ জানান, ২০১৭ সালের ২৮ আগস্ট সন্ধ্যায় সদর উপজেলার বাংলা ইউনিয়নের ফরিদপুর গ্রামে নয়ন মিয়ার পুকুরপাড়ে পরিবারিক কলহের জেরে স্ত্রী রুমা আক্তারকে কুপিয়ে হত্যা করে তার স্বামী সইফুল ইসলাম।

হত্যাকাণ্ড ঘটিয়ে সাইফুল নিজেই নেত্রকোনা মডেল থানায় এসে পুলিশের কাছে স্বীকারক্তি প্রদান করেন। পরবর্তীতে পুলিশ গিয়ে রুমার লাশ উদ্ধার করে। পরদিন ২৯ আগস্ট নিহতের ভাই মোমেন মিয়া বাদী হয়ে সাইফুলকে আসামী করে নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছর ১৫ অক্টোবর আদালতে চার্জসীট দাখিল করে পুলিশ।
  বিজ্ঞ আদালত ৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আজ এ রায় প্রদান করেন।

 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর