ম্যাক্স হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা

ম্যাক্স হাসপাতালে অভিযান।

ম্যাক্স হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চট্টগ্রামের মেহেদিবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ত্রুটিপূর্ণ লাইসেন্সে অদক্ষ-অনভিজ্ঞ ডাক্তার-নার্স দ্বারা পরিচালিত কারার অভিযোগে রোববার সকালে এক অভিযানে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম এ জরিমানা ধার্য করেন। সকালে অভিযান শুরু হয়ে চলে বিকাল তিনো পর্যন্ত। অভিযানে ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের সঙ্গে ছিলেন ঢাকার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি ডা. দেওয়ান মো. মেহেদি হাসান, ওষুধ প্রশাসন চট্টগ্রামের তত্ত্বাবধায়ক গুলশান জাহান প্রমুখ।

অভিযানকালে হাসপাতালটির রোগ নিরুপণ কেন্দ্র (ল্যাব), ফার্মেসিসহ বিভিন্ন বিভাগে ব্যাপক অনিয়ম দেখতে পান ম্যাজিস্ট্রেট।

অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম ১৫ দিনের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী ত্রুটি-অনিয়ম সংশোধনের নির্দেশ দেন ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষকে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর