পথে শিয়াল, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতীকী ছবি

পথে শিয়াল, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বাবুল আখতার রানা • নওগাঁ প্রতিনিধি

মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন চাচা-ভাতিজা। রাস্তায় তাদের মোটর সাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুঘর্টনার শিকার হয়। এতে প্রাণ যায় কলেজ পড়ুয়া ভাতিজার। আর এই নিয়ন্ত্রণ হারানোর কারণ একটি শিয়াল!  

গত রাতে নওগাঁ শহরের বরুনকান্দি বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।

রাস্তায় আসা শিয়ালটির ওপর উঠে যায় মোটর সাইকেলটি। আর এতেই নিয়ন্ত্রণ হারান চালক।

নিহত কলেজ ছাত্রের নাম আবু হাসান জয় (১৮)। এ ঘটনায় নিহতের চাচা মুনছুর আলি আহত হন।

নিহত জয় সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নের রামরাইপুর গ্রামের হোসেন আলীর ছেলে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।

news24bd.tv

প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁর বদলগাছী উপজেলা থেকে মোটর সাইকেলযোগে আবু হাসান জয় ও তার চাচা মুনছুর আলি গ্রামের বাড়ি ফিরছিলেন। মুনছুর আলি মোটর সাইকেল চালাচ্ছিলেন, পেছনে বসে ছিল জয়।  

রাত ৯টার দিকে শহরের বরুনকান্দি বাইপাস এলাকায় আসলে মোটর সাইকেলটির সামনে একটি শিয়াল পড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তায় ছিটকে পড়েন। জয় বুকে প্রচণ্ড অাঘাত পান। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জয় শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, জয়ের বুকে আঘাত লাগায় ফুসফুস ফেটে যায়। মুনছুুুর আলী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

 

রানা/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর