ভাসানী বিশ্ববিদ্যালয়ে গাড়ি ভাঙচুর, ভিসিকে হুমকি: প্রতিবাদে মানববন্ধন

ভাসানী বিশ্ববিদ্যালয়ে গাড়ি ভাঙচুর, ভিসিকে হুমকি: প্রতিবাদে মানববন্ধন

আতিকুর রহমান • টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গাড়ি ভাঙচুর, টেক্সটাইলস বিভাগের শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সাথে আসদাচরণ ও মুঠো ফোনে উপাচার্যকে (ভিসি) হুমকি প্রদানকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।  

আজ (৯ জুলাই) দুপুরে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অফিসার্স অ্যাসোসিয়েশন ও সংবাদিক সমিতি এ মাবনবন্ধন কর্মসূচির আয়োজন করে।  

কর্মসূচিতে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ, রেজিষ্টার ড. মুহম্মদ তৌহিদুল ইসলাম, অফিসার্স অ্যাসোসিয়েশন সভাপ্রতি মোঃ মফিজুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ শাহিন উদ্দিন, সংবাদিক সমিতির সভাপতি শাহরিয়ার সৈকত, সাধারণ সম্পাদক মোহাইমিনুল কাইয়্যুম প্রমুখ।  

বক্তারা অবিলম্বে অপরাধীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 
 

আতিকুর/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর