আগামীকাল মিরপুরে গ্যাস সরবরাহ বন্ধ

আগামীকাল মিরপুরে গ্যাস সরবরাহ বন্ধ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মেট্রোরেলের নির্মাণকাজের জন্য মিরপুর ও আশপাশের এলাকায় আগামীকাল বুধবার (১১ জুলাই) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

ওইসব এলাকায় কাল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানির পরিচালনা বিভাগের পরিচালক আশরাফ আলী।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘মেট্রোরেল নির্মাণ কাজের কারণে এখনও কিছু এলাকায় সংযোগ প্রতিস্থাপন বা টাই ইন কাজ বাকি আছে।

সেগুলো করা হবে কাল। ’

‘সে কারণে মিরপুর ১, ২, ৬, ৭, ১০, ১১, ১২-এর রাস্তার উভয় পাশে, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি, মিরপুর ক্যান্টনমেন্ট, ডিওএইচএস ও এর আশপাশের এলাকায় আবাসিক বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সংযোগ বন্ধ থাকবে। ’

মিরপুর ১২ নম্বর থেকে আগারগাঁও পর্যন্ত এলাকায় রোকেয়া স্মরণীতে দ্রুত গতিতে এগিয়ে চলছে মেট্রোরেল নির্মাণ কাজ। ইতোমধ্যেই এই সড়কের বিভিন্ন স্থানে পিলার দৃশ্যমান হয়েছে।

মেট্রোরেল নির্মাণের কারণে গেল বছরেও বেশ কয়েক দফায় মিরপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রেখেছিল তিতাস।  

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর