ডোপ কেলেঙ্কারিতে ‘নিষিদ্ধ’ আহমেদ শেহজাদ

আহমেদ শেহজাদ [ফাইল ছবি]

ডোপ কেলেঙ্কারিতে ‘নিষিদ্ধ’ আহমেদ শেহজাদ

ক্রীড়া ডেস্ক

পাকিস্তান ক্রিকেট ও বিতর্ক যেন পাশাপাশি হাঁটে। একটি ইস্যু থামতে না থামতেই সামনে আসে নতুন বিতর্ক। এবার পাকিস্তান ক্রিকেট শিরোনামে এলো ডোপ কেলেঙ্কারির খবরে। দেশটির উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ডোপ টেস্টে ‘পজিটিভ’ প্রমাণিত হয়েছেন।

ডোপ টেস্টের এবারের ইস্যু নিয়ে আলোচনা চলছে অনেকদিন থেকে। মাস দুয়েক আগে ঘরোয়া ৫০ ওভারের লিগ ‘পাকিস্তান কাপ’-এ ডোপ টেস্টে যেতে হয়েছিল শেহজাদকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ ব্যাপারে কোনো মন্তব্য না করলেও ২০ জুন সংবাদমাধ্যমে ছাপা হয়েছিল, শেহজাদ ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছেন। এরপর পিসিবি টুইটারে ডোপের বিষয়টি নিশ্চিত করলেও খেলোয়াড়ের নাম গোপন রাখে।

অবশেষে আজ তারা নিশ্চিত করেছে, খেলোয়াড়টির নাম আহমেদ শেহজাদ।

এই ওপেনারকে ইতোমধ্যে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। এই নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ‘সাময়িক নিষিদ্ধ’ হয়েছেন। তবে নিজের পক্ষে যুক্তি উপস্থানের জন্য সুযোগ পাচ্ছেন শেহজাদ, আগামী ১৪ দিনের মধ্যে জবাব দিতে হবে তাকে।

পিসিবি শেহজাদের নাম নিশ্চিতের সঙ্গে জানিয়েছে, আইসিসির নিয়ম অনুযায়ী পাকিস্তানের অ্যান্টি ডোপিং এজেন্সির কাছ থেকে ফলের ব্যাপারে সাড়া না পাওয়া পর্যন্ত তাদের নাম প্রকাশ করার অধিকার নেই। সব কাজ সম্পন্ন হওয়ার পরই তারা ঘোষণা করেছে শেহজাদের নাম।

বোর্ডের কাছ থেকে নোটিশ পাওয়া মানে সাময়িক বরখাস্ত শেহজাদ। একইসঙ্গে আন্তর্জাতিক ও অন্য বোর্ডের অধীনে হওয়া টুর্নামেন্টে খেলার যোগ্যতা হারিয়েছেন। তবে পাকিস্তান ওপেনার তার ‘বি’ নমুনা পরীক্ষার আবেদন করতে পারবেন এবং সেখানে যদি তিনি ‘পজিটিভ’ প্রমাণিত না হন, তাহলে সঙ্গে সঙ্গে উঠে যাবে তার নিষেধাজ্ঞা। এই পরীক্ষা করতে হবে দুই সপ্তাহের মধ্যে।

সূত্র: ক্রিকবাজ, ইএসপিএন ক্রিকইনফো 

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর