কুৎসিত ফুটবল খেলেছে ফ্রান্স : কুর্তোয়া

কুৎসিত ফুটবল খেলেছে ফ্রান্স : কুর্তোয়া

ক্রীড়া ডেস্ক

আরও একবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হলো ‘হট ফেভারিট’ বেলজিয়ামের। এবার সেমিফাইনালে কাঁটা পড়তে হলো হ্যাজার্ড, লুকাকু, ডি ব্রুইনাদের। গত রাতে বিশ্বকাপের প্রথম সেমিতে উমিতিতির করা একমাত্র গোলে হেরে ছিটকে পড়ে বেলজিয়ানরা। তবে ফ্রান্সের ফাইনালে ওঠা নিয়ে মোটেও সন্তুষ্ট নয় বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া।

তার মতে, ভালো ফুটবল খেলেছে বেলজিয়াম। তবে ফাইনালে এখন ফ্রান্স। ম্যাচ শেষে বিষণ্ন কোর্তোয়া সংবাদ সম্মেলনে বলেন, ‘যদি আপনি ভালো দলের কাছে হারেন তবে তাদের অভিনন্দন জানাতে বাধ্য। কারণ তারা ভালো খেলেছে।

কিন্তু ফ্রান্স জেতায় আমার মধ্যে তা আসছে না। হতাশায় মোড়ানো একটা ম্যাচ ছিল এটি। আর তাতে ফ্রান্স মোটেও ভারো কিছু করেনি। তারা ৪০ মিটার দূর থেকেই তাদের ১১ জন খেলোয়াড় নিয়ে ডিফেন্স করে যাচ্ছিল। অনেকটা কুৎসিত ফুটবল খেলেছে তারা। ’

news24bd.tv

ফরাসিদের খেলা নিয়ে মন্তব্য করে এখানেই থামেননি চেলসির গোলপ্রহরী। হারের কষ্ট মনে নিয়ে আরও বলেন, ‘আমরা এমন একটি দলের কাছে হেরেছি যারা কিনা আমাদের চেয়েও খারাপ ছিল। মাঝে মধ্যেই ফুটবলে এমন ঘটে থাকে, যেমন ঘটেছে স্পেনের সঙ্গে। তারা আমাদের মতো- যারা বল নিয়ে মাঠে খেলা দেখাতে চায় আর অন্যরা তা ভণ্ডুল করার জন্য বলের পেছনে লেগে থাকে। ’

সূত্র: ডেইলি মেইল 

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর