‘রিয়ালে কাটানো ৯ বছর আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত ছিল’

রিয়ালের জার্সিতে আর দেখা যাবেনা রোনালদোকে

‘রিয়ালে কাটানো ৯ বছর আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত ছিল’

ক্রীড়া ডেস্ক

বেশ কয়েকদিন ধরে চলা গুঞ্জনটাই অবশেষে সত্যি হয়েছে। রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বিদায় বেলায় সতীর্থ ও ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড। বলেছেন, ‌সান্তিয়াগো বার্নাব্যুতে কাটানো এই কয়েকটি বছর তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল।

মঙ্গলবার ১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেন রোনালদো। চার বছর তুরিনের ক্লাবটিতে খেলবেন ৩৩ বছর বয়সি এই সুপারস্টার।

বিদায় বেলায় সমর্থকদের উদ্দেশে লম্বা এক চিঠি লিখেছেন রোনালদো। সেখানে তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদে এবং মাদ্রিদ শহরে কাটানো এই কয়েকটি বছর সম্ভবত আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত ছিল।

এই শহর ও ক্লাবের জন্য অনেক কৃতজ্ঞতা বোধ করছি। তাদের থেকে যে ভালোবাসা আমি পেয়েছি, তার জন্য আমি শুধু তাদের ধন্যবাদই জানাতে পারি। ’

জুভেন্টাসে যাওয়াটাকে রোনালদো বলছেন জীবনের নতুন অধ্যায়ের সূচনা, ‘আমার বিশ্বাস, ক্যারিয়ারের এই মুহূর্তে নতুন এক পর্যায়ে পদার্পণ করার সময় এসেছে। এ কারণেই আমি ক্লাবকে আমাকে ছেড়ে দিতে বলেছিলাম। আমার বিশ্বাস, ভক্তরা আমাকে বুঝতে পারবে। ’

পর্তুগিজ অধিনায়ক আবেগমাখা কণ্ঠে বলেন, ‘এখন আমার জীবনের নতুন যাত্রা শুরু হচ্ছে। আমি যাচ্ছি ঠিকই, কিন্তু এই জার্সি, বার্নাব্যু চিরকাল আমার আপন হয়ে থাকবে। সবাইকে ধন্যবাদ। ৯ বছর আগে স্টেডিয়ামে প্রথমবার ঢুকে যা বলছিলাম, আজ সেটা বলেই শেষ করবো, হালা মাদ্রিদ!’

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর