বঙ্গবন্ধু সেতু রক্ষা গাইড বাঁধে আবারো ভাঙন

বঙ্গবন্ধু সেতু রক্ষা গাইড বাঁধে আবারো ভাঙন

আতিকুর রহমান • টাঙ্গাইল প্রতিনিধি

বঙ্গবন্ধু সেতু রক্ষা গাইড বাঁধ এলাকায় আবারো দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। কাল মধ্য রাত থেকে সেতুর পূর্ব পাড় গরিলাবাড়ী অংশে এ ভাঙন শুরু হয়েছে। এতে আজ দুপুর ২টা পর্যন্ত একশ মিটার অংশ ধসে ও ১০ টি বসত ভিটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।  

এদিকে, গেল বছরের ভাঙনের ফলে দ্বিতীয় সেতু রক্ষা বাঁধটি নদী গর্ভে বিলীন হওয়ায় এখন ঝুঁকির  মুখে পড়েছে প্রথম সেতু রক্ষা বাঁধটি।

ভাঙন অব্যাহত থাকায় হুমকির মধ্যে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা বঙ্গবন্ধু সেতু। ভাঙন ঠেকাতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) পক্ষ থেকে জিও ব্যাগ ফেলা হলেও তা কোন আসছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

সেতুর দু’পাশের ৬ কিলোমিটার এলাকায় যে কোন ধরনের ঘটনা সেতুর জন্যে হুমকি হিসেবে বিবেচনা করা হয়। এর প্রেক্ষিতে ২০০৩ সালে বঙ্গবন্ধু সেতুপূর্ব কালিহাতী উপজেলার গরিলাবাড়ি এলাকায় সেতু রক্ষার্থে যমুনা নদীতে সিসি ব্লক ও কার্পেটিং করে গাইড বাঁধ নির্মাণ করে বিবিএ।

 

আতিকুর/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর