আভজ যোদ্ধাদের মধ্যে ছিলেন ৭৮ জন নারীও

আভজ যোদ্ধাদের মধ্যে ছিলেন ৭৮ জন নারীও

অনলাইন ডেস্ক

ইউক্রেনের বন্দরনগরী মারিউপোল দখলে দীর্ঘ আড়াই মাসেরও বেশি লড়াইয়ের পর সম্প্রতি পূর্ণ বিজয় ঘোষণা করেছে রাশিয়া। কিন্তু অবরুদ্ধ এ কারাখানায় আভজ যোদ্ধাদের মধ্যে ছিলেন ৭৮ জন নারীও। ওইসব নারী যোদ্ধাদেরও রুশ বাহিনী বন্দি করেছে বলে একজন রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা বলেছেন।

আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দোনেৎস্কের বিচ্ছিন্নতাবাদী নেতা ডেনিস পুশিলিনের বরাত দিয়ে রাশিয়ার সংবাদমাধ্যম তাসের প্রতিবেদনে বলা হয়েছে, আজভস্টাল স্টিল কারাখানা থেকে আটকদের মধ্যে বিদেশিরাও ছিলেন। তবে কতজন বিদেশিকে বন্দি করা হয়েছে তা বলতে পারেননি তিনি।

ওই কারখানায় আটকে পড়া যোদ্ধাদের ব্যাপারে পুশিলিন বলেন, তাদের পর্যাপ্ত খাবার,পানীয় ও অস্ত্র ছিল। কিন্তু তাদের কাছে চিকিৎসার জন্য ওষুধ ছিল না বলে জানিয়েছেন তিনি।

আজভ রেজিমেন্ট থেকে ইউক্রেনীয় বন্দিদের বিনিময়ের কথা বিবেচনা করছে রাশিয়া। পুতিনের ঘনিষ্ঠ ইউক্রেনীয় রাজনীতিবিদ ও ধনাঢ্য ব্যবসায়ী ভিক্টর মেদভেদচুককে পেলে আজব যোদ্ধাদের ছেড়ে দেওয়ার চিন্তা করছে মস্কো।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর