নেত্রকোনা ময়মনসিংহ সড়কের চল্লিশা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কমপক্ষে ১০ জন। আজ সোমবার সকালে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের নুরুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাসচালক সবুজ মিয়া ও সুপারভাইজার সোহেল মিয়া।
স্থানীয় ও পুলিশ জানায়, নেত্রকোনা থেকে ধান বোঝাই একটি ট্রাক ও চট্টগ্রাম থেকে আসা যাত্রীবাহী শাহ পরাণ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বাস ও ট্রাকের চালক আটকে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলেও কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে উদ্ধার কার্যক্রম চালায়।
ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, রেকার না থাকায় আটকে থাকা চালককে বের করতে কিছুটা বিলম্ব হয়েছে। পরে ময়মনসিংহ থেকে রেকার এসে তাকে উদ্ধার করা হয়।
news24bd.tv/রিমু