লঙ্কানদের আঘাতে দিশেহারা টাইগার শিবির, নেই ৫ উইকেট

সংগৃহীত ছবি

লঙ্কানদের আঘাতে দিশেহারা টাইগার শিবির, নেই ৫ উইকেট

অনলাইন ডেস্ক

ঢাকা টেস্টে লঙ্কান দুই পেসারের সামনে দিশেহারা বাংলাদেশের ব্যাটাররা। শের-ই-বাংলা স্টেডিয়ামের স্পিন সহায়ক উইকেটে পেসারদের দাপটে ছন্নছড়া বাংলাদেশের টপ-অর্ডার। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় আর তামিম ইকবাল তো খুলতেই পারেননি রানের খাতা। একে একে বিদায় নিয়েছে মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত আর সাকিব আল হাসান।

তামিমের বিদায়ের পর ব্যাট করতে নেমে বেশিক্ষণ দাঁড়াতে পারেননি মুমিনুল হকও। আসিথার বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ৯ রানে বিদায় নেন টাইগার অধিনায়ক।

সপ্তম ওভারে এসে জয়ের মতো বোল্ড হন নাজমুল হোসাইন শান্তও। রাজিথার দ্বিতীয় শিকার হয়ে ৮ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি।


ব্যাট করতে নামা সাকিব আল হাসান প্রথম বলেই হন এলবিডব্লিউ। রিভিউ নিয়েও লাভ হয়নি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৬ রান।  

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে আজ সোমবার মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।  

বাংলাদেশের একাদশে এসেছে দুই পরিবর্তন। চট্টগ্রাম টেস্ট চলার সময় চোটের কারণে ছিটকে যান শরিফুল ইসলাম। এছাড়া একই টেস্টের পর জানা যায় নাঈম হাসানের মাঠের বাইরে যাওয়ার খবর। এই দুইজনের বদলে খেলবেন পেসার ইবাদত হোসেন ও অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

news24bd.tv/রিমু