ষড়যন্ত্রের পথ পরিহার করে দেশের উন্নয়নের সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
আজ সোমবার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সরকারের কর্মকাণ্ড বিএনপিসহ অন্যান্য দলগুলোর পছন্দ না হলে আগামী নির্বাচনে অংশ নিয়ে জনগণের রায় নেয়ার আহ্বান জানান তিনি।
হানিফ আরো বলেন, বর্তমানে যেমন অর্থনৈতিক অবস্থা রয়েছে তাতে বাংলাদেশ কখনো শ্রীলংকা হবে না।
বিএনপির আন্দোলন সংগ্রামের হুমকির জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি কার নেতৃত্বে আন্দোলন করবে? কার নেতৃত্বে সরকার গঠন করবে?
news24bd.tv/রিমু