৬০ লাখ টাকা মূল্যের অবৈধ ওয়াকিটকিসহ আটক ২

প্রতীকী ছবি

৬০ লাখ টাকা মূল্যের অবৈধ ওয়াকিটকিসহ আটক ২

অনলাইন ডেস্ক

৬০ লাখ টাকার সমপরিমান মূল্যের বিপুল পরিমান অবৈধ ওয়াকিটকি সেটসহ বিক্রয় চক্রের ২ জন সদস্যকে আটক করেছে র‍্যাব। রাজধানীর মোহাম্মদপুর ও গুলিস্তানের স্টোডিয়াম মার্কেটে অভিযান চালিয়ে ১৬৮টি ওয়াকিটকিসহ বিপুল পরিমান ব্যাটারি, চার্জার, এণ্টেনা, মাউথ স্পিকার ও ব্যাক ক্লিপ উদ্ধার করে। আজ সোমবার রাজধানীর কাওরানবাজারের সংবাদ সম্মেলনে র‍্যাব ৩ এর সিইও এসব কথা জানান।

র‍্যাব জানায়, আলেফিন ট্রেড কর্পোরেশনের মালিক ও তার সহযোগী দীর্ঘ ৫ বছর যাবত নিজ হেফাজতে রেখে বিক্রি করে আসছিল।

আসামিদের ওয়াকিটকি সেট ব্যবহার সংক্রান্ত লাইসেন্স ও কারিগরি গ্রহণযোগ্যতা সংক্রান্ত কোন সনদ নেই বলে জানায় র‍্যাব।

বিটিআরসির নির্দেশনা অনুযায়ী সরকারি প্রতিষ্ঠান ছাড়া কালো রঙয়ের ওয়াকিটকি ব্যবহার ও বিক্রির কোন অনুমতি নেই বলে জানায় র‍্যাব।
৫ বছরে প্রায় ২ হাজার ওয়াকিটকি প্রায় শতাধিক ব্যাক্তির কাছে বিক্রি করেছে বলে জানায়।

র‍্যাব ৩ এর সিইও বলেন, এসব ওয়াকিটকি দিয়ে অপরাধীরা ভূয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে অপরাধ করে আসছে বলে র‍্যাবের কাছে তথ্য আছে বলে জানানো হয়।

news24bd.tv/রিমু