যশোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত 

প্রতীকী ছবি

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত 

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

যশোরের চৌগাছায় ‘বন্দুকযুদ্ধে’ রতন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া বাজারের পাশে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলের পাশ থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহত রতন চৌগাছা উপজেলার দিঘলসিংহা গ্রামের আবু বক্কারের ছেলে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া নামক স্থানে দু’দল সন্ত্রাসীর মধ্যে ‘গোলাগুলি’ হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় সেখানে অজ্ঞাত একজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পরে হাসপাতাল মর্গে স্বজনরা মরদেহ শনাক্ত করেন।

তবে নিহতের বাবা আবু বক্কার ও মা ফরিদা বেগমের দাবি, রতন মাগুরা জেলার এক ব্যক্তির কাছে টাকা পেত। বৃহস্পতিবার দুপুরে পাওনা টাকা দেয়ার কথা বলে ওই ব্যক্তি তাকে মোবাইল ফোনে ডাকলে দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় রতন। সন্ধ্যার পরও ফিরে না আসায় এবং মোবাইল ফোন রিসিভ না করায় অনেক খুঁজাখজি করেও তার সন্ধান পাইনি। পরে শুক্রবার ভোরে খবর পেয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গিয়ে তার মরদেহ শনাক্ত করি। রতন ২-৩ বছর ধরে মাদক ব্যবসা ছেড়ে দিয়েছে।