আমার দেখা অন্যতম সেরা জুটি ডমিঙ্গো : টাইগার কোচ 

সংগৃহীত ছবি

আমার দেখা অন্যতম সেরা জুটি ডমিঙ্গো : টাইগার কোচ 

অনলাইন ডেস্ক

মিরপুর শের-ই-বাংলার আজ প্রথম দিনের প্রথম ঘণ্টা ব্যাট করা খুব কঠিন ছিল। বাংলাদেশের টপ অর্ডার সেই চ্যালেঞ্জটা নিতে পারেনি। মাত্র ২৪ রানে পতন হয়েছে ৫ উইকেটের। লঙ্কান পেসারদের বলে বাজে শট খেলে আউট হওয়ার প্রতিযোগিতায় নেমেছিলেন তামিম-মমিনুল-সাকিবরা।

সেই ধ্বংসস্তূপ থেকে জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশকে সুবিধাজনক জায়গায় নিয়ে গেছেন লিটন দাস আর মুশফিকুর রহিম। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭ রান।  

১১৫* রানে অপরাজিত মুশফিক এবং লিটন অপরাজিত ১৩৫* রানে। তাদের অবিচ্ছিন্ন ২৫৩* রানের জুটি তো রীতিমতো বিশ্বরেকর্ড গড়েছে।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দুই শিষ্যের প্রশংসায় পঞ্চমুখ হলেন টাইগার কোচ রাসেল ডমিঙ্গো, 'অসাধারণ! অসাধারণ জুটি! কোচ হিসেবে টেস্ট ক্রিকেটে আমার দেখা অন্যতম সেরা জুটি। ২৪ রানে ৫ উইকেট পড়ার পর অনেক চাপ ছিল। দারুণ লড়াই করেছে দুজন। '

শুধু লিটন-মুশফিকের প্রশংসাই নয়, টপ অর্ডার ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের সমালোচনাও করেছেন ডমিঙ্গো। পাঁচজনের মধ্যে তিনজনই 'ডাক' মেরেছেন। মাহমুদুল ছাড়া বাকি সবাই আউট হয়েছেন বাজে শট খেলে। ডমিঙ্গো বলেন, 'সকালে আমাদের শুরুটা ভালো হয়নি। শটগুলো বাজে ছিল। কিছু ভালো ডেলিভারিও ছিল। তবে দারুণ দক্ষতায় ব্যাট করে তারা দুজন আমাদেরকে শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছে। '

news24bd.tv/কামরুল