যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত এক রুশ সেনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ইউক্রেনের একটি আদালত। সোমবার (২৩ মে) ঘোষণা হয় এ রায়। ভাদিম শিশিমারিন নামে অভিযুক্ত ওই রুশ সেনার বিরুদ্ধে এক বেসামরিক ইউক্রেনীয় নাগরিককে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছিল।
ফলে এবারই প্রথমবারের মতো যুদ্ধাপরাধের বিরুদ্ধে কোনো সেনাকে সাজা দিলো কিয়েভ।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রুশ বাহিনী। এর কয়েকদিন পরই ২৮ ফেব্রুয়ারি দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় চুপাখিভবকা গ্রামে ওলেকসান্দ্র শেলিপোভ (৬২) নামের এক বাসিন্দাকে শিশিমারিন গুলি করে হত্যা করেন বলে অভিযোগ ওঠে।
গেল সপ্তাহে, যুদ্ধাপরাধের দায়ে ২১ বছর বয়সী শিশিমারিনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হয়। সে সময় কিয়েভের আদালতে দোষ স্বীকারও করেন এ রুশ কমান্ডার। সূত্র: বিবিসি।
news24bd.tv/কামরুল