ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষ, আহত কয়েকজন 

সংগৃহীত ছবি

ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষ, আহত কয়েকজন 

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিরাজ করছে উত্তেজনা। আজ মঙ্গলবার দুই ছাত্র সংগঠনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদে বেশ কয়েকদিন ধরেই কর্মসূচি পালন করে আসছে ছাত্রদল।

তারই অংশ হিসেবে মঙ্গলবার ছাত্রদলের মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলের মিছিলের ওপর হামলে পড়ে। এতে আহত হন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। আহতদের মধ্যে কয়েকজন ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

এ ঘটনায় নিন্দা জানিয়ে ছাতদলের নেতা কর্মীরা দাবি করেন, শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে হামলা করেছে।

news24bd.tv/রিমু