বিএমএ’র পাসিং আউট ডিনারে স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় মন্ত্রী

বিএমএ’র পাসিং আউট ডিনারে অনুষ্ঠানে অংশগ্রহণ

বিএমএ’র পাসিং আউট ডিনারে স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় মন্ত্রী

অনলাইন ডেস্ক

বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) এর ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের প্রশিক্ষণ শেষে পাসিং আউট ডিনারে অংশগ্রহণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। গত সোমবার (২২ মে) চট্টগ্রামের ভাটিয়ারিস্থ একাডেমির বঙ্গবন্ধু কমপ্লেক্সের ব্যাংকুয়েট হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট মেজর জেনারেল এস এম কামরুল হাসান, এনডিসি, এইচডিএমসি, পিএসসি এবং স্থানীয় সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য অফিসার ক্যাডেটদের প্রতি আহ্বান জানান। তাঁদেরকে দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে উদ্বুদ্ধ করেন তিনি।

বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট তাঁর বক্তৃতায় অফিসার ক্যাডেটদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পেশাদারিত্বের সাথে নিজ নিজ কর্তব্য পালনের উপদেশ প্রদান করেন।

news24bd.tv/রিমু

সম্পর্কিত খবর