‘লাইভ আত্মহত্যা’

প্রতীকী ছবি

‘লাইভ আত্মহত্যা’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রেমিকাকে হোয়াটস অ্যাপে ভিডিও কল করে কথা বলা অবস্থায় আত্মহত্যা করল দ্বাদশ শ্রেণির এক ছাত্র। ভারতের পশ্চিমবঙ্গের সোনারপুর এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।

বুধবার রাতে প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার কথা কাটাকাটির এক পর্যায়ে ফোন রেখে দেয় প্রেমিক। বার বার ফোন করতে থাকে ওই ছাত্রী।

কিছু সময় পরেই কিশোরীর ফোন বেজে ওঠে। এবার ভিডিও কল। ফোন রিসিভ করেই দেখে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রেমিক। ফোনে অনুনয় করে আষ্টম শ্রেণির ওই কিশোরী।
কিন্তু তাতে কান দেয় না কিশোর। কোনও উপায় না দেখে ওই কিশোরের বন্ধুদের ঘটনা জানায় সে।

বন্ধুরা পুলিশকে জানিয়ে দ্রুত পৌঁছায় কিশোরের বাড়ি। কিন্তু ততক্ষণে সব শেষ। কিশোরের প্রাণহীন ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, সোনারপুর থানা এলাকার শালেপুরের বাসিন্দা সুরজ রায় স্থানীয় পদ্মপুকুর হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র।

নিহতের বন্ধুদের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েক মাস আগে সোনারপুরের কামরাবাদ হাইস্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে সুরজের পরিচয়। সেখান থেকেই ঘনিষ্ঠতা। রোজই বেশ কয়েক ঘণ্টা তারা ফোনে কথা বলত, ভিডিও চ্যাটও করত। সুরজের বাবা বেশ কয়েক বছর আগেই মারা গেছেন। মা শম্পা সংসার চালান।

তার অভিযোগ, ওই কিশোরীর প্ররোচণাতে আত্মহত্যা করেছে তার ছেলে। তিনি সোনারপুর থানায় কিশোরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

সম্পর্কিত খবর