ফেনীতে শরীফ উদ্দিন বাবলু নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার ফেনী মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী তরুণী।
অভিযুক্ত ২৬ বছর বয়সী বাবলু খাগড়াছড়ি পুলিশ লাইনসে কর্মরত রয়েছেন। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার জামতলা চৌধুরী বাড়ির জামাল উদ্দিনের ছেলে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে ফেনীর মহিপাল শহরে একটি হোটেলে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন বাবুল। সম্প্রতি ওই তরুণী বিয়ের জন্য চাপ দেন। এতে বাবুল অস্বীকৃতি জানান। পরে নিরুপায় হয়ে মামলা করতে বাধ্য হন ভুক্তভোগী।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ সদস্যের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হয়েছে। ঘটনার সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
news24bd.tv/আলী