আফগানিস্তানে বিস্ফোরণে নিহত ১৪

সংগৃহীত ছবি

আফগানিস্তানে বিস্ফোরণে নিহত ১৪

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে বেশ কয়েকটি বিস্ফোরণে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। খালিজ টাইমস জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় মাজার-ই-শরিফ শহরে বুধবার যাত্রীবাহী গাড়িতে তিনটি বিস্ফোরণ ঘটে। এতে অন্তত নয়জন নিহত হয়েছেন।

একজন প্রাদেশিক কমান্ডারের মুখপাত্র জানিয়েছেন, বুধবার আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে যাত্রীবাহী যানবাহনে তিনটি বিস্ফোরণে অন্তত নয়জন নিহত হয়েছেন।

বলখ প্রদেশের কমান্ডারের মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজেরি রয়টার্সকে জানিয়েছেন, এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপিকে ওয়াজিরি বলেন, শহরের বিভিন্ন অংশে তিনটি মিনিবাসে বোমাগুলো রাখা হয়েছিল।

এদিকে বুধবার সন্ধ্যায় কাবুলের একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কাবুলের জরুরি হাসপাতাল এক টুইট বার্তায় জানিয়েছে, তাদের হাসপাতালে এ পর্যন্ত পাঁচ জনের মৃতদেহ এসেছে।

আহত হয়েছে আরও এক ডজনের বেশি। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, কাবুলের হজরত জাকারিয়া মসজিদে এই বিস্ফোরণ ঘটে।
news24bd.tv/আলী