লক্ষ্য এবার ট্রফি জয়ের: রুমানা

ফাইল ছবি

লক্ষ্য এবার ট্রফি জয়ের: রুমানা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চলছে নারী ক্রিকেট দলের বিজয়ী মিশন, প্রথমে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া, এরপর আইরিশদের ২-১ এ সিরিজ হারানো। বাংলাদেশ নারী ক্রিকেট দল এক কথায় নিজেদের সেরা সময় পার করছে বলা যায়।

নিজেদের উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বাছাই পর্ব শুরু করে মেয়েরা। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ উইকেটের জয়।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষেও জয় তুলে নেয় ৮ উইকেটের।
 
গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে টানা তৃতীয়বারের মত জায়গা করে নেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে।

সেমিফাইনাল ম্যাচ নিয়ে রুমানা বলেন, সেমিফাইনালে স্কটিশদের বিপক্ষে ১২৫ রান যথেষ্ট ছিল। কেননা আমাদের বোলিং যথেষ্ট শক্তিশালী টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য।


--------------------------------------------------------
আরও পড়ুন : স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশ

--------------------------------------------------------

আর চার মাস পরেই ক্যারিবীয় দ্বীপে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে অংশ নেয়া সব দলের জন্যই এটা অনেক বেশি সম্মানের। রুমানা বলেন, আমরা খুবই রোমাঞ্চিত। বিশ্বকাপে খেলার জন্য অপেক্ষা করছিলাম। আর আমরা সেটা পেরেছি। এবার নিজেদের গুছিয়ে নেয়ার পালা।
২৭ বছর বয়সী এই অলরাউন্ডার কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাননি দেশের অগণিত সমর্থকদের।

তিনি আরও বলেন, ধন্যবাদ জানাই আমার দেশের জনগণকে। যারা আমাদের সমর্থন দিচ্ছে, এতদূর আসার পেছনে তারা আমাদের সাহস যুগিয়েছে। আপনাদের সমর্থন আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। আমরা আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলব, আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো কিছু দিতে পারি দেশকে।

 


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর