সেনেগালের তিভাউয়ানে শহরের একটি আঞ্চলিক হাসপাতালের নবজাতক বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১ নবজাতকের মৃত্যু হয়েছে।
বৈদ্যুতিক গোলযোগ থেকেই সেখানে আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, বুধবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার রাতে এক টুইটবার্তায় নিহত নবজাতকগুলোর মা ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল।
তিনি জানান, রাজধানী ডাকার থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বে তিভাউয়ানে শহরের একটি আঞ্চলিক হাসপাতালের শিশু বিভাগে ওই অগ্নিকাণ্ড ঘটে।
ওই হাসপাতালের শিশু বিভাগে অগ্নিকাণ্ডে ১১টি নবজাতকের মৃত্যুর সংবাদ আমি জানতে পেরেছি, যা আমাকে বেদনা দিয়েছে ও হতাশ করেছে। এ ঘটনায় নবজাতকগুলোর মা ও পরিবারের সদস্যদের আমি অন্তরের গভীর থেকে সহানুভূতি জানাচ্ছি।
হাসপাতালে অগ্নিকাণ্ডের ওই ঘটনা নিয়ে অবশ্য বিস্তারিত কোনো তথ্য ওই টুইটে দেননি প্রেসিডেন্ট ম্যাকি সাল। তবে সেনেগালের স্বাস্থ্যমন্ত্রী আবদুলায়ে দিউফ সার দেশটির বেসরকারি টিভি স্টেশন টিএফএমকে বলেছেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে সেখানে আগুনের সূত্রপাত হয়েছিল।
তিভাউয়ানের মেয়র দেম্বা দিওপ সি বলেছেন, পুলিশ ও ফায়ার সার্ভিস ওই হাসপাতালে উদ্ধার কাজ চালিয়েছে। মাত্র তিনটি শিশুকে আগুন থেকে রক্ষা করা গেছে। তবে তিনিও বিস্তারিত তথ্য জানাতে পারেননি।
news24bd.tv/রিমু