অত্যাধুনিক ফিচার সম্বলিত মনিটর আনল টগি সার্ভিসেস

অত্যাধুনিক ফিচার সম্বলিত মনিটর আনল টগি সার্ভিসেস

অনলাইন ডেস্ক

টগি সার্ভিসেস লিমিটেড বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ২০১৭ সাল থেকে বাংলাদেশের বাজারে আমদানি করছে অত্যাধুনিক, সময়োপযোগী আর চাহিদাসম্পন্ন আইটি পণ্য। এরই মধ্যে বাংলাদেশ বাজারে পরিচিত করেছে লেনোভো ল্যাপটপ ও মনিটর, ‘সিগেট’, সিলিকন পাওয়ার, এ্যাপাচার, হিকভিশন, তোশিবার স্টোরেজ আইটেম, এওসি মনিটর, টগি ইউপিএস-ক্যাবল ও ক্যাসিং, অরোরা পেপার শ্রেডার, প্যান্টম প্রিন্টার, প্যান্টম ও টি-প্রিন্ট টোনার, জোভিশন ও টগি ক্যামেরা আর ‘রিভ’ এন্টিভাইরাস। এরই ধারাবাহিকতায় টগি সার্ভিসেস লিমিটেড সম্প্রতি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে লেনোভোর ডি১৯-১০, ডি২০-২০, এল২২ই-৩০ এবং এল২২আই-৩০ মনিটর। অত্যাধুনিক ফিচার সম্বলিত এই মনিটর বাংলাদেশ বাজারে সম্পূর্ণ নতুন।

ডি-সিরিজের ১৮.৫'' এবং ১৯.৫" মনিটরে রয়েছে এইচডিএমআই আর ভিজিএ পোর্ট, ভেসা মাউন্ট, ৫ এমএস রেসপন্স টাইম। আছে ১৯.৫" মনিটর যা অনায়াসে সব জায়গায় ব্যবহার উপযোগী।

এল-সিরিজের ২১.৫ মনিটর বাংলাদেশের বাজারে এসেছে ভিএ এবং আইপিএস প্যানেলে। আধুনিক এই মনিটরে রয়েছে এইচডিএমআই আর ভিজিএ পোর্ট, ভেসা মাউন্ট, ৪ এমএস রেসপন্স টাইম, ২ এমএম ন্যারো ব্যাজেল।

যা অনায়াসে আপনার কাজের জায়গাকে দেবে চমৎকার লুক এবং হালকা গেমিংয়ের জন্য যা ব্যবহার উপযোগী। এই মনিটরে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, মোবাইল রাখার স্ট্যান্ড। যা বাজারের অন্যান্য মনিটর থেকে লেনোভো মনিটরকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়েছে।

news24bd.tv তৌহিদ