ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সামছুজ্জামান শাহীন, খুলনা

রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসের সীল সুপারিশ ব্যবহার করে ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় খুলনায় প্রনব চ্যাটারজী (৫৩) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার খুলনার র‍্যাব-৬ এর বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা দামোদর থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি কুষ্টিয়ার কুমারখালী এলাকার পুরনজয় চ্যাটারজীর ছেলে।

এসময় তার কাছ থেকে সরকারি চাকরির ১১টি ভুয়া নিয়োগপত্র, প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ব্যক্তির এবং দপ্তরের সীল ৯টি, রাষ্ট্রপতির আদেশনামা ৩ কপি, চেক বই ১টি, প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ব্যক্তির সুপরিশনামা ৪টি ও ১টি স্টাম্প জব্দ করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি প্রতারণার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

খুলনা র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‍্যাব-৬’র কোম্পানী কমান্ডার লেফ. কর্ণেল মো. সারোয়ার হোসেন জানান, ২০২০ সাল থেকে প্রনব চ্যাটারজী এ ধরণের প্রতারণা করে আসছে। ভুয়া সরকারি চাকরির নিয়োগপত্র দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাতের প্রমাণ মিলেছে। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত নিয়োগপত্র, সিল ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুপারিশকৃত কাগজ উদ্ধার করা হয়েছে।

তার বিরুদ্ধে ফুলতলা থানায় মামলা হয়েছে।

news24bd.tv/রিমু