কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য-গবেষণা উপ-কমিটির সদস্য ও কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুর তিনটায় নগরের চেম্বার অব কমার্সের হলরুমে এক সংবাদ সম্মেলনে প্রার্থিতা প্রত্যাহার করে নৌকা প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি তার নেতাকর্মীদেরও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেন।
কুসিক নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
এসময় আওয়ামী লীগের তথ্য-গবেষণা উপ-কমিটির সদস্য ইমরান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে কুসিক নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা প্রত্যাহার করেছি। নেত্রীর নির্দেশ অমান্য করার মতো সাহস আমার নেই। তাই নেত্রীর নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
দলীয় মনোনয়নপ্রত্যাশী ১৪ জনের মধ্যে মাসুদ পারভেজ খান ইমরান ছিলেন একজন। দলীয় মনোনয়ন না পেয়ে মনোনয়ন দাখিলের শেষ দিনে মনোনয়ন জমা দিয়ে আলোচনা আসেন। পরে দলের হাইকমান্ডের নির্দেশে বুধবার মনোনয়ন প্রত্যাহার করে নেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ মে) কুসিক নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। শুক্রবার (২৭ মে) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ছয় প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান প্রার্থিতা প্রত্যাহার করায় এখন প্রতিদ্বন্দ্বিতা হবে পাঁচজনের মধ্যে।
news24bd.tv/আলী