৭ ইনিংসে রান তার ২৪!

সংগৃহীত ছবি

৭ ইনিংসে রান তার ২৪!

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকা থেকেই হাওয়া বদল শুরু হয়েছে তার। বছরের শুরু হয়েছিল যাঁর ৮৮ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডের ঐতিহাসিক মাউন্ট মঙ্গানুই টেস্টে। তিনিই কিনা এখন ভুগছেন চরম রান খরায়।  

দক্ষিণ আফ্রিকায় দুই টেস্টের চার ইনিংসে করেছিলেন মাত্র ১৩ রান।

টিম ম্যানেজমেন্ট আশা করেছিলেন ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত রানে ফিরবেন অধিনায়ক মুমিনুল হক। কিন্তু সেই আশার শুধুই গুড়ে  বালি! 

চট্টগ্রামে আউট হয়েছেন ২ রান করে। মিরপুরে প্রথম ইনিংসে উইকেট দিয়েছেন ৯ রান করে। দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে পারেননি তিনি।

সব মিলিয়ে সাত ইনিংসে বাংলাদেশ টেস্ট অধিনায়কের রান ২৪! 

টপ অর্ডারের খুব গুরুত্ব জায়গায় নামতে হয় তাকে। তা এই যদি হয় মুমিনুলের সাম্প্রতিক ফর্ম- তারপর প্রশ্ন তো উঠতেই পারে- এভাবে আর কতদিন? এ বছর তার রানের গড় ১৯.১২। অধিনায়ক হিসেবে তার গড় ৩৩.৪৪। আর অধিনায়ক হওয়ার আগে তার গড় ছিল ৪১.৪৭।

news24bd.tv/আলী