ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল এলাকায় ক্যাম্পাসমুখী মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। বৃহস্পতিবার রাতে ছাত্রদলের দফতর সম্পাদক আজিজুল হক সোহেলের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।
এতে জানানো হয়, আগামী ২৮ মে (শনিবার) দেশের সব জেলা-মহানগর ইউনিটে ও ২৯ মে (রবিবার) দেশের সব উপজেলা, থানা, পৌরসভা ও কলেজে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাবির কার্জন হল এলাকায় ছাত্রদলের ক্যাম্পাসঅভিমুখী শান্তিপূর্ণ মিছিলে সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ।
‘ছাত্রলীগের আক্রমণে ঢাবি ক্যাম্পাসের পাশাপাশি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণও ছাত্রদলের নেতাকর্মীদের রক্তে রঞ্জিত হয়েছে। এই হামলায় ছাত্রদলের ৪৭ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এই পৈশাচিক ও ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে’,- বলা হয় এতে।
news24bd.tv/আলী