আজ পি কে হালদারকে আদালতে তোলা হবে, চাওয়া হবে রিমান্ডও 

ফাইল ছবি

আজ পি কে হালদারকে আদালতে তোলা হবে, চাওয়া হবে রিমান্ডও 

অনলাইন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া দেশের আর্থিক খাতের অন্যতম শীর্ষ দখলদার ও খেলাপি প্রশান্ত কুমার (পি কে) হালদাররের দ্বিতীয় দফায় ১০ দিনের রিমান্ড শেষে আজ তাকে আদালতে তোলার কথা রয়েছে। তাকে আবারও রিমান্ডে নেওয়ার আবেদন জানাতে পারে ভারতীয় গোয়েন্দা সংস্থা অ্যানফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

স্থানীয় সময় শুক্রবার (২৭ মে) দুপুর ২টার পর পি কে হালদার এবং তার পাঁচ সহযোগীকে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে। তাদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের জন্যও আবেদন করা হবে।

বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য আরও ১৪ দিনের রিমান্ড চাইতে পারে ইডি।

পিকে হালদারসহ ছয় জনের বিরুদ্ধে ভারতীয় আইনে অর্থ পাচার মামলা দায়ের করা হয়েছে। দুর্নীতি প্রতিরোধ আইনে তার বিরুদ্ধে আজ আরও একটি মামলা হতে পারে।

জানা যায়, ১০ দিনের রিমান্ডে তার কাছ থেকে আরও ৩০০ কোটি রুপি মূল্যের একাধিক সম্পত্তির হদিস পেয়েছে ইডি।

এর আগে ১৪ মে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অ্যানফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

তারপর চব্বিশ পরগনার একটি আদালতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়।

উল্লেখ্য, পিকে হালদারের অর্থ আত্মসাতের অভিযোগে এ পর্যন্ত ৩৪টি মামলা হয়েছে। তার সহযোগীসহ বিভিন্ন পর্যায়ের ১২ জনকে গ্রেপ্তারও করেছে দুদক। এদের মধ্যে ১০ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

news24bd.tv/কামরুল