লাঞ্চের পরপরই লিটন দাসের বিদায়ে বিপদে বাংলাদেশ। লাঞ্চের আগে টেস্ট ক্যারিয়ারে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন এই ব্যাটার। ছিলেন ফিফটির অপেক্ষায়।
ফিরে এসে ফিফটি স্পর্শ করলেও টিকতে পারেননি বেশিক্ষণ।
এরপর আউট হলেন সাকিব। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৬৬ রান।
ফার্নান্দোর বলে লিটন সোজা ব্যাটে স্ট্রেইট ড্রাইভ খেলতে গেলে ক্যাচ উঠে যায়। ফলো থ্রুতে ডানে ঝাঁপিয়ে পড়ে নিচু ক্যাচটি তালুবন্দি করেন আসিথা। লিটনের বিদায়ে মাঠে এসেছেন মোসাদ্দেক। সাকিব আল হাসানের বিদায়ের পর মাঠে নেমেছেন তাইজুল।
news24bd.tv/কামরুল