গোপালগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, ৩ নারীর মৃত্যু

গোপালগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, ৩ নারীর মৃত্যু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সবে নতুন পিকআপ কিনেছেন। সেটা নিয়ে গোপালগঞ্জ থেকে খান জাহান আলী মাজারে যাচ্ছিলেন তারা। কিন্তু যাওয়া আর হলো না। বাড়ি ফিরতে হলো লাশ হয়ে।

পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বউ-শাশুড়িসহ প্রাণ হারালেন ৩ নারী। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

আজ (১৩ জুলাই) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিঙ্গলিয়া গ্রামের মৃত বাচ্চু মোল্লার স্ত্রী হাসুরা বেগম (৫৫) ও তার পুত্রবধূ পলি বেগম (৩৫) এবং একই গ্রামের জিন্নাত মোল্লার স্ত্রী আসমা বেগম (৫৫)।

আহতদের মধ্যে দুইজনকে গোপালগঞ্জে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কাশিয়ানীর রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোন্দকার আমিনুর রহমান বলেন, পিঙ্গলিয়া গ্রামের মৃত বাচ্চু মোল্লার ছেলে রবিউল মোল্লা একটি পিকআপ ক্রয় করেন। ওই পিকআপে করে বাড়ি থেকে রবিউল তার মা, স্ত্রীসহ ২০ জনকে নিয়ে শুক্রবার বিকালে বাগেরহাটের উদ্দেশ্যে রওয়ানা হন।

তাদের পিকআপটি গোপালপুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিঁয়াজ বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসমা ও পলি নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান হাসুরা বেগম।

দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ রাস্তা থেকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আমিনুর।

 

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর