গ্রিনল্যান্ডের আরও কাছে দানবাকৃতির হিমশৈল

গ্রিনল্যান্ডের আরও কাছে দানবাকৃতির হিমশৈল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পর্বতের ন্যায় হিমশৈল (আইসবার্গ) গ্রিনল্যান্ডের একটি ছোট্ট গ্রামের খুব কাছে চলে এসেছে। প্রকাণ্ড এই হিমশৈলটি ভেঙে পড়লে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হবে। আর আছড়ে পড়া ওই ঢেউয়ের কারণে ভেসে যাবে গ্রামটি; সুনামির মতোই অবস্থা দেখা দেবে তখন!

আশঙ্কার মুখে এরই মধ্যে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমসমূহ জানিয়েছে, হিমশৈল থেকে ইতোমধ্যেই ছোট এক খণ্ড বরফ ভেঙে পড়েছে।

প্রবল বৃষ্টিপাতের সময় বড় অংশ ভেঙে পানিতে পড়তে পারে। কাছাকাছি সময়ে ওই এলাকায় ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
 
ইনারসুইট নামের গ্রিনল্যান্ডের ছোট্ট ওই গ্রামটির মানুষ এখন সর্বস্ব হারানোর আতঙ্কে রয়েছে। গ্রামের বাসিন্দা মোটে ১৮০ জন।
স্থানীয় কর্তৃপক্ষ গ্রামটির বাসিন্দাদের গ্রাম ছেড়ে উঁচু এলাকায় আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে। হিমশৈলটি যে স্থানে রয়েছে, তার খুব কাছেই গ্রামটির বিদ্যুৎ কেন্দ্র। ঢেউ আছড়ে পড়লে সেটিও ধ্বংস হয়ে যাবে।  

তবে উপকূলের খুব কাছে চলে আসা হিমশৈলটি এখন সমুদ্রের তলদেশ স্পর্শ করে রয়েছে। এর মধ্যে এটির স্থান পরিবর্তন হয়নি। ফলে দ্রুত গতিতে গ্রামের ওপর আছড়ে পড়ার আশঙ্কা কম। আশঙ্কা ঢেউ আছড়ে পড়া নিয়ে।

কানাডার সংবাদমাধ্যম টরোন্টো স্টারও স্থানীয়দের আশার কথা শুনিয়েছে। শক্তিশালী বায়ুপ্রবাহের কারণে হিমশৈলটি ওই স্থান থেকে দূরে সরে যাবে বলে তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গেল গ্রীষ্মে গ্রিনল্যান্ডের উত্তর-পশ্চিমে ঢেউ আছড়ে পড়ে। এতে উপকূলে থাকা ৪ ব্যক্তি প্রাণ হারায়।



সূত্র: টরোন্টো স্টার, রয়টার্স

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর