জুম্মার নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

প্রতীকী ছবি

জুম্মার নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

অনলাইন ডেস্ক

বরগুনার তালতলীতে নামাজরত অবস্থায় ওয়াহেদ মিয়া (৬৮) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মে) উপজেলার ছোট বগী ইউনিয়নের মার্কাজ জামে মসজিদে জুম্মার নামাজের সময় এ ঘটনা ঘটে। ওয়াহেদ মিয়া একই ইউনিয়নের সুন্দারিয়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তালতলীর ছোটবগী ইউনিয়নের মার্কাজ জামে মসজিদের নিয়মিত মুসল্লি ছিলেন ওয়াহেদ মিয়া।

শুক্রবারও তিনি মসজিদে জুম্মার নামাজ আদায় করতে আসেন। মসজিদে নামাজ আদায় করার সময় তিনি হঠাৎ বুক ও পেটে ব্যথা অনুভব করেন। এরপর জায়নামাজেই লুটিয়ে পড়েন। এ সময় উপস্থিত মুসল্লিরা তাকে ধরে জায়নামাজে শোয়ালে সেখানেই তিনি মারা যান।
পরে তার স্বজনদের খবর দেওয়া হয়।  

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম লিটু। তিনি বলেন, আমিও এই মসজিদের মুসুল্লি। গতকাল জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম। প্রথমে মুরুব্বি ওয়াহেদ মিয়া অজু করে এসে নামাজে দাঁড়ান। এ সময় তিনি অসুস্থবোধ করলে আমরা তাকে ধরে জায়নাজে শুইয়ে দেই। একটু পর জায়নামাজেই তিনি মারা যান। পরে আত্মীয়-স্বজনরা দাফনের জন্য তাকে গ্রামের বাড়ি সুন্দারিয়ায় নিয়ে যায়।

news24bd.tv/আলী