নেত্রকোনায় আঞ্চলিক ভাষা গ্রুপের পুনর্মিলনী

নেত্রকোনায় আঞ্চলিক ভাষা গ্রুপের পুনর্মিলনী

সোহান আহমেদ কাকন • নেত্রকোনা প্রতিনিধি

‌“আঞ্চলিক একতায়, জীবন গড়ি মানবতায়”- এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন ‘নেত্রকোনার আঞ্চলিক ভাষা’ গ্রুপের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।  

আজ (১৩ জুলাই) দিনব্যাপী জেলা পাবলিক হল মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুনর্মিলনীর আয়োজন করা হয়।

পুনর্মিলনী উপলক্ষ্যে সকাল সাড়ে ১১টায় আঞ্চলিক ভাষা চর্চা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নেত্রকোনা সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক কামরুল হাসান।

 

সাংবাদিক আলপনা বেগমের সঞ্চালনায় আঞ্চলিক ভাষায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার। এ ছাড়াও আলোচনা করেন সাহিত্যক ও সংগঠক কামরুজ্জামান চৌধুরী, সাংবাদিক আলী আহমেদ আইয়োব।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক খালিদ হোসেন, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা নেত্রকোনার আঞ্চলিক ভাষার বিভিন্ন দিক নিয়ে ব্যাপক আলোচনা করেন।

অনুষ্ঠানে অধ্যাপক যতীন সরকারকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা তুলে দেয়া হয়।

বিকেলে গ্রুপ সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে পুনর্মিলনী শেষ হয়। দিনব্যাপী চলা অনুষ্ঠানে গ্রুপের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

কাকন/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর