পাঁচ দিনেও খোঁজ মেলেনি কলেজছাত্রীর, জিডি করায়  হুমকি

সংগৃহীত ছবি

পাঁচ দিনেও খোঁজ মেলেনি কলেজছাত্রীর, জিডি করায়  হুমকি

অনলাইন ডেস্ক

ঢাকার উদ্দেশে রওনা হয়ে নড়াইলের লোহাগড়া থেকে এক কলেজছাত্রী ‘নিখোঁজ’ হন। এরপর পাঁচ দিন পার হয়ে গেলেও খোঁজ মেলেনি তার। এ বিষয়ে বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর ইমোতে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। নিখোঁজ কলেজছাত্রী স্বর্ণালী আক্তার তিশা (১৯) লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পাশ করেছেন।

তিনি উপজেলার জয়পুর ইউনিয়নের রাজুপুর গ্রামের কামরুজ্জামান স্বাধীনের মেয়ে।

নিখোঁজের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৪ মে সকালে স্বর্ণালী আক্তার তিশা স্বামীর কর্মস্থল ঢাকায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। ওইদিন সকাল ৯টার দিকে লোহাগড়া বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী একটি পরিবহনে ওঠার পর থেকে তার মুঠোফোন বন্ধ পায় পরিবারের সদস্যরা। বিকালে তার স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান সে বাসায় ফেরেনি।

 

তারপর আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি পরিবার। এরপর গত ২৫ মে ওই কলেজছাত্রীর বাবা লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শুক্রবার (২৭) মে মুঠোফোনে এমডি ফয়সাল নামের একটি ইমো আইডি থেকে ভয়েস রেকডিং পাঠিয়ে অজ্ঞাত ব্যক্তিরা তাকে জিডি প্রত্যাহার করে নেওয়ার হুমকি দেয়। জিডি প্রত্যাহার করা না হলে তার ক্ষতি হবে বলেও হুমকি দেওয়া হয়।  

নিখোঁজ কলেজছাত্রীর বাবা কামরুজ্জামান স্বাধীন বলেন, ‘আমার মেয়ের স্বামী কিংবা অন্য কারো সঙ্গে কোনো শত্রুতা নেই। কখনো আমার মেয়ে আমাকে এমন কিছু বলেনি। সে ২৪ মে বাড়ি থেকে বের হয়। বলেছে ঢাকায় স্বামীর কাছে যাবে। ওই দিন বিকালের পর থেকে তার মুঠোফোন বন্ধ পাই। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাইনি। তাই ২৫ মে থানায় জিডি করেছি। জিডি করার কারণে অজ্ঞাত ব্যক্তিরা আমাকে জিডি উঠিয়ে নেওয়ার হুমকি দিচ্ছে। আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। ’

একই প্রসঙ্গে নিখোঁজ কলেজ ছাত্রীর স্বামী শিহাব উদ্দিন মৃধা বলেন, ‘আমার স্ত্রী গত ২৪ মে বাড়ি থেকে ঢাকার উদ্দ্যেশে রওনা হয়ে বের হয়। একটি পরিবহনে ওঠার পর জানায় ঢাকায় আসছি। কিন্তু গাড়ি ঢাকায় পৌঁছানোর পর বিকাল থেকে তার মুঠোফোনে কল করলে বন্ধ পাই। পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করাসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাইনি। ’

জানতে চাইলে, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মিলন জানান, ‘এক কলেজছাত্রী নিখোঁজ এমন জিডি করা হয়েছে। আমরা তার সন্ধান করছি। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে তাকে খোঁজা হচ্ছে। তার বাবাকে হুমকি দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ’ 

news24bd.tv/কামরুল