ইসরাইলিদের পতাকা মিছিল কখনোই আল-আকসা মসজিদে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন ফিলিস্তিনের ওলামা পরিষদের প্রধান ও আল-আকসা মসজিদের খতিব শেইখ আকরামা সাবরি।
আগামীকাল (রোববার) বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) উসকানিমূলক পতাকা মিছিল করার ঘোষণা দিয়েছে ইসরাইল।
বায়তুল মুকাদ্দাসের গ্র্যান্ড মুফতি শেইখ আকরামা সাবরি আরও বলেন, পতাকা মিছিলের মাধ্যমে তারা শক্তি প্রদর্শন করতে চায় এবং শাসক গোষ্ঠীও উগ্রবাদীদের অশুভ ইচ্ছা পূরণের চেষ্টা করে যাচ্ছে।
আল-আকসা মসজিদের খতিব বলেন, পতাকা মিছিলে অংশগ্রহণকারীরা নেচে-গেয়ে পতাকা মিছিল করে থাকে।
তাদের পতাকা মিছিল যাতে আল-আকসা মসজিদে প্রবেশ করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে সবার প্রতি আহ্বান জানান এই গ্র্যান্ড মুফতি।
ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইসরাইলিদের ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে আল-আকসা মসজিদে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে।
news24bd.tv তৌহিদ