চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি রিয়াল-লিভারপুল

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি রিয়াল-লিভারপুল

অনলাইন ডেস্ক

অবশেষে মাঠে গড়াল বল। অনেক আকাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল শুরুর আগেই দর্শকদের স্নায়ুর পরীক্ষা নিল এক দফা। নির্ধারিত সময়ের ঠিক আগেই জানা গেল ফাইনাল মাঠে গড়াচ্ছে আরও পনেরো মিনিট বিলম্বে। তখন থেকেই সারা বিশ্বের অজস্র মানুষের চোখ প্যারিসের স্তাদে দি ফ্রান্সের মাঠের দিকে তাকিয়ে ছিল কখন বেজে উঠবে রেফারির বাঁশি।

বাংলাদেশ সময় রাত ১টা ৩৬ মিনিটে রেফারির বাঁশি ছাপিয়ে দর্শকদের উল্লাস জানিয়ে দিলো অবশেষে শুরু হল মাঠের খেলা। এবার অপেক্ষা আরও ৯০ মিনিটের।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আজ রিয়াল মাদ্রিদের লক্ষ্য ১৪তম শিরোপা জয়। অন্যদিকে লিভারপুল নেমেছে সপ্তম শিরোপার সন্ধানে।

অবশেষে মাঠে গড়াল চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের ফাইনাল। প্যারিসের 'স্তাদে দি ফ্রান্সে' মুখোমুখি টুর্নামেন্টটির সফলতম দল রিয়াল মাদ্রিদ ও ৬ বারের চ্যাম্পিয়ন লিভারপুল। রেকর্ড টানা তিন মৌসুম শিরোপা জেতা রিয়াল চার বছর পর আবার ফাইনালে। ১৪তম শিরোপার সন্ধানে থাকা রিয়ালের প্রতিপক্ষ লিভারপুল ২০১৯ সালে শেষবারের মতো টুর্নামেন্টটির শিরোপা জেতে। শনিবারের (২৮ মে) ফাইনালের জন্য ম্যাচ শুরুর আগেই দুদল ঘোষণা করেছে নিজেদের একাদশ।

সাধারণত ম্যাচের ঘণ্টাখানেক আগে দল ঘোষণার রীতি থাকলেও আজ রিয়াল মাদ্রিদ দল ঘোষণা করেছে বেশ আগেভাগেই। তবে দুবার ফাইনাল হারের কথা মাথায় রেখেই হয়তো অলরেডদের কোচ ইয়ুর্গেন ক্লপ দল ঘোষণার জন্য অপেক্ষা করেছেন একদম শেষ মুহূর্ত পর্যন্ত।

রিয়াল মাদ্রিদের একাদশ সাজাতে গিয়ে কোন ধরণের জিয়া খেলেননি তিনবারের শিরোপাজয়ী কোচ কার্লো আনচেলত্তি। বরাবরের মতোই দলে আছেন নিয়মিত একাদশের প্রায় সবাই। করিম বেনজেমা, ভিনিসিয়াস, মদ্রিচ, ক্রুশ, ক্যাসেমিরো, আলাবা, কোর্তোয়া সবাই আছেন প্রথম একাদশেই। আনচেলত্তি আজও দলকে খেলাবেন ৪-৩-৩ ছকে। রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের নেতা বেনজেমার সঙ্গে থাকছেন ভিনিসিয়াস জুনিয়র ও ভালভার্দে। রাইট উইংয়ে লিভারপুলের প্রেস সামলাতেই এই মিডফিল্ডার আজ উইংয়ে খেলবেন। মাঝমাঠে ভরসা রিয়াল মাদ্রিদকে চারবার চ্যাম্পিয়ন্স লিগ জেতানো ক্রুস-মদ্রিচ-ক্যাসেমিরো ত্রয়ী। রক্ষণে আছে এদার মিলিতাও-আলবা জুটি। তাদের দুপাশে ফারলান্দ মেন্দি ও কারভাহাল। গোলবারে অতন্দ্র প্রহরী হয়ে থাকবেন থিবো কোর্তোয়া।
 
অন্যদিকে লিভারপুলও খেলবে ৪-৩-৩ ছকে। হাইপ্রেসিং ফুটবল খেলে অভ্যস্ত লিভারপুলের একাদশেও নেই কোন চমক। আছেন প্রত্যাশিত সবাই। আক্রমণে সালাহ-মানে-দিয়াজ ত্রয়ীতেই ভরসা ক্লপের। মাঝমাঠে থাকছেন ফ্যাবিনহো-হেন্ডারসন-থিয়াগো। রক্ষণভাগের দায়িত্বে ভ্যান ডাইক-কোনাতের দুপাশে থাকবেন দুই উইং ব্যাক টার আলেক্সান্ডার আর্নল্ড ও রবার্টসন। গোলপোস্টে ভরসার প্রতীক হয়ে থাকবেন অ্যালিসন।
 
রিয়াল মাদ্রিদ একাদশ: কোর্তোয়া; কারভাহাল, মিলিতাও, আলাবা, মেন্দি;  কাসেমিরো, ক্রুস, মদরিচ; ভালভার্দে, ভিনিসিয়াস, বেনজেমা।
 
লিভারপুল একাদশ: আলিসন;  আলেক্সান্ডার-আরনল্ড, কোনাতে, ফন ডাইক, রবার্টসন; ফ্যাবিনহো, হেন্ডারসন, থিয়াগো;  দিয়াজ, সালাহ, মানে।

মাধ্যমে শনাক্ত ও ধ্বংস করা তুলনামূলক কঠিন।

news24bd.tv তৌহিদ