'আন্তর্জাতিক শান্তি রক্ষায় আরও জোরালো ভূমিকা রাখবে বাংলাদেশ'

ফাইল ছবি

'আন্তর্জাতিক শান্তি রক্ষায় আরও জোরালো ভূমিকা রাখবে বাংলাদেশ'

শাহ্ আলী জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক শান্তি রক্ষায় আরও জোরালো ভূমিকা রাখবে বাংলাদেশ। সংঘাত নয়; বিশ্বজুড়ে শান্তি চায় বাংলাদেশ। আজ রোববার জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের আলোচনায় এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি জানান, উন্নত প্রশিক্ষণ এবং আধুনিক সরঞ্জাম দিয়ে প্রস্তুত রাখা হয়েছে বাংলাদেশের শান্তিরক্ষীদের।

তাই আত্মবিশ্বাস নিয়ে নিজের উপর অর্পিত দায়িত্ব পালনে শান্তিরক্ষীদের নির্দেশ দেন সরকার প্রধান।  

যুদ্ধ এবং সন্ত্রাস কবলিত দেশে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ শান্তিরক্ষী পাঠিয়ে সেই কার্যক্রমকে গতিশীল রাখছে বাংলাদেশ। তিন দশকেরও বেশি সময় ধরে ৩৪টি দেশের ৫০টি মিশনে সফলতার সঙ্গে কাজ করেছে বাংলাদেশের শান্তিরক্ষীরা। বর্তমানে ৮ টি মিশনে আছেন প্রায় সাত হাজার শান্তিরক্ষী।

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আলোচনায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বিশ্বে দেশের অবস্থান সুসংহত করেছেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা। সেইসাথে সামরিক শক্তিধর দেশগুলোর সঙ্গে জোরালো হয়েছে কূটনৈতিক সম্পর্কও।

আত্মবিশ্বাস নিয়ে নিজের অপর অর্পিত দায়িত্ব পালনে বাংলাদেশের শান্তিরক্ষীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে গত বছর শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের শহীদ দুই সদস্যের পরিবার এবং আহত ১৪ শান্তিরক্ষীকে সম্মাননা দেয়া হয়।

news24bd.tv/রিমু