‘আজাদি মার্চে’ সড়ক অবরোধ, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে বিঘ্ন ঘটানো, পুলিশ সদস্যদের ওপর হামলা ও জানমালের ক্ষতির অভিযোগ এনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তার দলের জ্যেষ্ঠ নেতাদেরও এসব মামলায় আসামি করা হয়েছে।
ইসলামাবাদের পুলিশ এসব মামলা দায়ের করে বলে রোববার (২৯ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে।
এর আগে গত মাসে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজিত হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইমরান খান।
news24bd.tv তৌহিদ