নির্বাচন সামনে রেখে সরকার ত্রাসের রাজত্ব কায়েম করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়ার সমাধীতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এর মধ্যে রক্ত ঝরতে শুরু করেছে। সব বাধা মোকাবেলা করে গণতন্ত্র পুনরুদ্ধার করবে বিএনপি।
বিএনপির মহাসচিব বলেন, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ঘোরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটনার জন্ম দিয়েছে তারা। এছাড়া নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান ফখরুল।
মির্জা ফখরুল ইসলাম বলেন, কোনো ভয়-ভীতি আমাদের দমন করতে পারবে না। কিছুই দেশের মানুষকে দমাতে পারবে না।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।
news24bd.tv/রিমু