সাতক্ষীরায় পিস্তলসহ এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ মে) ভোররাতে আবাদেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ফরিদা বেগম (৪০) সদর উপজেলার আবাদেরহাট গ্রামের ফজর আলী মিস্ত্রীর মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবীর জানান, ফরিদা বেগম তার ছেলে ফারুককে নিয়ে আবাদের হাটখোলা বাজারে একটি হোটেলে কাজ করে জীবিকা নির্বাহ করেন। ফরিতার ভাই মোস্তফা ২০১৩-১৪ সালে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। পরবর্তীতে ক্ষমতাসীন দলের পক্ষ নিয়ে ২০১৬ সালে এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করে। বর্তমানে মোস্তফা ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করে।
জিজ্ঞাসাবাদে ফরিদা বেগম জানিয়েছে, পিস্তলটি পলিথিনে মুড়িয়ে তার ভাই মোস্তফা খাটের নীচে মাটিতে পুতে রেখে যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
news24bd.tv/আলী