টাঙ্গাইলে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

টাঙ্গাইলে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

টাঙ্গাইলে র‌্যাবের পৃথক দু’টি অভিযানে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৯৩ পিচ ইয়াবা ও মাদকদ্রব্য বিক্রির কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। কাল দিবাগত রাতে পৃথক এ দুটি অভিযান পরিচালনা করে র‌্যাব।

ধৃত ৪ মাদক ব্যবসায়ী হলেন- সিরাজগঞ্জ সদরের বনবাড়িয়া পূর্বপাড়া গ্রামের মোঃ বেলাল শেখের ছেলে মোঃ শহিদুল শেখ (২২), রামগাতি এলাকার মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ আশরাফ আলী (৩৮), পাইকপাড়ার আবু সাইদের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩২) ও  একই এলাকার মোঃ সামাদের ছেলে মোঃ আশরাফুল মণ্ডল (২৪)।

র‌্যাবের উপ-পরিচালক ও কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত সকলেই পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ও ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে জেলার শহর এলাকাসহ অন্যান্য স্থানে খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল।  

গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেনারি হাসপাতালের পশ্চিম পাশের মেইন রোড ও বটতলা বেবিস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৩ পিচ ইয়াবা ও মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান মেজর মোহাম্মদ রবিউল ইসলাম।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর