কুড়িগ্রামের রাজারহাট-তিস্তা সড়কে পলিথিনে মোড়ানো অবস্থায় ৯ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও চার্জার লাইট উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ মে) মধ্যরাতে টহল পুলিশের একটি দল পরিত্যক্ত অবস্থায় সেগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. রাজু সরকার জানান, রাজারহাট-তিস্তা বাইপাস সড়কে উপজেলা শহর থেকে দেড় কিলোমিটার অদূরে হরিচরণ এলাকায় অবস্থিত ‘অদিতা সূধীকানন ফিলিং স্টেশন’ সংলগ্ন সড়কে পলিথিনে মোড়ানো থ্রি নট থ্রি রাইফেলের ৯ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি চার্জারগার্ড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে থানায় আসে। রবিবার রাত ১২টার দিকে রাজারহাট থানার টহল দলের সদস্য এসআই শরিফুল ইসলাম, এসআই জহুরুল ইসলাম ও এএসআই রাফিউল ইসলাম নিয়মিত টহলের অংশ হিসেবে ডিউটিরত অবস্থায় সড়কের উপর থেকে এসব মালামাল উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি রাজু সরকার আরো জানান, এ ঘটনায় রাজারহাট থানায় এসআই শরীফুল ইসলাম বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন। উদ্ধারকৃত মালামাল কোর্টের মাধ্যমে জেলা অস্ত্রাগারে জমা দেয়া হবে।
news24bd.tv/আলী