কুড়িগ্রামে জলিল বিড়ি ফ্যাক্টরীতে কর্মরত দুজন কর্মচারীদের মধ্যে বিবাদে খুন হয়েছে বাঈজিদ ইসলাম বাপ্পী (২৩) নামে এক যুবক। সোমবার দুপুর আড়াইটার সময় তারই সহকর্মী খোকন মিয়ার (৩২) সাথে কারখানায় কাজ নিয়ে কথা কাটাকাটির জেরে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহত যুবক পুরাতন রেল স্টেশন সংলগ্ন চৌধুরীপাড়া এলাকার খাদেম আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পৌরসভাধীন জলিল বিড়ি ফ্যাক্টরীর ভিতরে কারখানার মধ্যে কাজ ভাগবাটোয়ারা নিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, মরদেহ হাসপাতালে রয়েছে। সুরৎহাল কাজ চলছে। পলাতক আসামীকে গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে।
news24bd.tv/আলী